রংপুর, ২৬ এপ্রিল ২০২৩:
সকাল ১০:৩০ মিনিটে রংপুর পর্যটন মোটেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র রংপুর বিভাগের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই কর্মশালায় রংপুর বিভাগের ৮টি জেলার জেলা শিক্ষা অফিসার, কর্মসূচিভুক্ত ৩৪টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ অংশগ্রহণ করেন। মাঠ পর্যায়ে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। তাই দেশের প্রতিটি বিভাগীয় শহরে স্কিমভুক্ত উপজেলাসমূহের উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণকে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান এবং বাস্তবায়ন প্রক্রিয়া অবহিত করার জন্যই এই ওরিয়েন্টেশন কর্মশালা আয়োজন করা হয়।
রংপুর জেলার জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জনাব মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এসইডিপি’র ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর খন্দকার মিজানুর রহমান এবং স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের উপ-পরিচালক ড. আছিছুল আহছান কবীর। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মর্চির কো-টিম লিডার জনাব শামীম আল মামুন।
কর্মশালার প্রধান অতিথি রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ হাবিবুর রহমান বলেন, আমরা যদি তরুন প্রজন্মকে যথার্থ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই তাহলে তাদেরকে খেলাধুলা, শরীর চর্চা এবং বই পড়ার সাথে সম্পৃক্ত করতে হবে। পাঠ্য বইয়ের পাশাপাশি শিক্ষার্থীরা গল্প, উপন্যাস, কবিতা ও ভ্রমণকাহিনী পড়লে তাদের সকল কুসংস্কার, সংকীর্ণতা, হীনতা দূর হবে। বই পড়ার মাধ্যমে তারা ভিন্ন জগতে প্রবেশ করতে পারবে, মনের জোর বৃদ্ধি পাবে এবং প্রতিকূল পরিবেশ মোকাবেলা করতে শিখবে। ২০৪১ সালে বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি হৃদয়ে ধারণ করে তা মাঠ পর্যায়ে বাস্তবায়নে তিনি সবাইকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।
কর্মশালার সভাপতি রংপুর জেলার জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, বইয়ের মধ্যে যে আকুতি, মানবিক মুল্যবোধ, রসবোধ তা আমাদের সবার মধ্যে ধারণ করে শিক্ষার্থীদের বই পড়ায় আরো উদ্বুদ্ধ করতে হবে। আমাদের ভবিষ্যত প্রজন্ম যেন সুকুমার বৃত্তি নিয়ে বেড়ে উঠে সেজন্য পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচিতে আন্তরিক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন।
কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির কো-টিম লিডার জনাব শামীম আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির ডেপুটি টিম লিডার (প্রোগ্রাম) জনাব মেসবাহ উদ্দিন আহমেদ।
এই কর্মশালার মাধ্যমে রংপুর বিভাগের ৩৪টি উপজেলার দুই হাজার পাঁচশত আটষট্টি (২৫৬৮) মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বইপড়া কার্যক্রম শুরু হচ্ছে। এর ফলে আনুমানিক চার লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত ষাট (৪,৩৬,৫৬০) জন ছাত্রছাত্রী স্কিমের তালিকাভুক্ত বইগুলো পড়ে নিজেদের সমৃদ্ধ, মানবিক ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে।
উল্লেখ্য, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি দেশের ৬৪ জেলার ৩০০ উপজেলায় ১৫ হাজার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়িত হচ্ছে। কর্মসূচির আওতায় প্রতিবছর প্রায় ২৫ লক্ষ ছাত্রছাত্রী বই পড়ার সুবিধা পাবে। বিশ্বসাহিত্য কেন্দ্র উক্ত কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে। রংপুর বিভাগের কর্মশালার মধ্য দিয়ে দেশের ৮টি বিভাগে (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, সিলেট ও রংপুর) ওরিয়েন্টেশন কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।