ময়মনসিংহ, ০১ মার্চ ২০২৩ :
জেলা পরিষদ ময়মনসিংহ-এর ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে সকাল ১১:০০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র ময়মনসিংহ বিভাগের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই কর্মশালায় ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার জেলা শিক্ষা অফিসার, কর্মসূচিভুক্ত ২০টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ অংশগ্রহণ করেন।
ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মো: শফিকুর রেজা বিশ্বাস-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন), এবং ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর, সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) জনাব মো: বেলায়েত হোসেন তালুকদার এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব; অর্থ মন্ত্রণালয়ের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর চেয়ারম্যান এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি জনাব মো: আবদুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মো: মোস্তাফিজার রহমান; স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের সহকারী পরিচালক জনাব সাদেক আহমেদ খান। উপস্থিত ছিলেন স্কিমের হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব মাহমুদা আক্তার।
কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির কো-টিম লিডার জনাব শামীম আল মামুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির ডেপুটি টিম লিডার (প্রোগ্রাম) জনাব মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।
এই কর্মশালার মাধ্যমে ময়মনসিংহ বিভাগের ২০টি উপজেলার এক হাজার একশত পঁয়তাল্লিশ (১১৪৫) মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বইপড়া কার্যক্রম শুরু হচ্ছে। এর ফলে আনুমানিক এক লক্ষ চুরানব্বই হাজার ছয়শত পঞ্চাশ (১৯৪৬৫০) জন ছাত্রছাত্রী স্কিমের তালিকাভুক্ত বইগুলো পড়ে নিজেদের সমৃদ্ধ, মানবিক ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে।