রাজশাহী, ১৬ নভেম্বর ২০২২:
গত ১৬ নভেম্বর ২০২২, বুধবার রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের ০৮টি জেলার জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক, কর্মসূচিভুক্ত ৩৪টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণের অংশগ্রহণে ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র বিভাগীয় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলার জেলা প্রশাসক জনাব আব্দুল জলিল এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জনাব জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থতি ছিলেন এসইডিপি পিসি ইউনিটের পরিসংখ্যানবিদ ও স্কিম ফোকাল পার্সন জনাব মো: আসাদুজ্জামান আসাদ এবং স্কিম উপ-পরিচালক ড. আছিছুল আহছান কবীর।দিনব্যাপী কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির কো-টিম লিডার জনাব শামীম আল মামুন।
ওরিয়েন্টেশন কর্মশালাটি দু’টি অধিবেশনে সম্পন্ন হয়। প্রথম অধিবেশনে অংশগ্রহণকারীগণের রেজিস্ট্রেশন, কর্মশালার উপকরণ বিতরণ, স্বাগত বক্তব্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। দ্বিতীয় অধিবেশনে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও স্থানীয় প্রশাসনের অংশগ্রহণ বিষয়ক উপস্থাপনা এবং অংশগ্রহণকারীগণের উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।