বরিশাল, ২০ ডিসেম্বর ২০২২:
গত ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশাল বিভাগের কর্মসূচিভুক্ত ২৮টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণের অংশগ্রহণে ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র বিভাগীয় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, উপ-পরিচালক জনাব মোঃ আনোয়ার হোসেন এবং বরিশাল বিভাগের ৬টি জেলার জেলা শিক্ষা অফিসার।
বরিশাল জেলার জেলা প্রশাসক জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মো: আমিন উল আহসান। প্রধান বক্তা ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ও সাবেক সচিব জনাব আমিনুল ইসলাম ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক উইং-এর পরিচালক ও স্কিম পরিচালক প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন। আরো উপস্থিত ছিলেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির কো-টিম লিডার জনাব শামীম আল মামুন।